মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, এজে লাভলু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম, সুলতান আহমদ খলিল, মোস্তফা উদ্দিন, তারেক মাহমুদ, জুনেদ আহমদ, এবাদুর রহমান জাকির প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের সাথে একাত্ম হয়ে দেশ, সমাজ তথা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আহবান জানানো হয়।
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সাংবাদিক কাজী রমিজ উদ্দিন।