৭ই এপ্রিল ২০২২ ইং তারিখে ইউএনও দামুড়হুদার নির্দেশে সহকারী কমিশনার ভূমি সুদিপ্ত কুমার সিংহের নেতৃত্বে রমজানে দ্রব্যমুল্য সহনীয় রাখতে ও ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা, স্যাম্পলের ওষুধ বিক্রি করার অপরাধে ড্রাগস এ্যাক্ট, ১৯৪০ এর বিভিন্ন ধারায় কার্পাসডাংগার ৩ টি বড় ওষুধের দোকানে জরিমানা করা হয়।এছাড়া প্রচুর মেয়াদোত্তীর্ণ প্রকাশ্যে নষ্ট করা হয় ও স্যাম্পলের ওষুধ স্থানীয় ২৪ জনের মধ্যে বিতরণ করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রস্তুত ও বিক্রয়,মাংসের মুল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি কারনে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয় ও সতর্ক করা হয়।
রমজানে দ্রব্যমুল্য সহনীয় রাখতে ৩ টি মুদিখানার দোকানে, ৪টি তরমুজের দোকানে মনিটরিং করা হয় ও ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
মানবদেহের ক্ষতিকর সাল্টু,পশুর লবন,মানহীন রং হোটেলে ব্যবহার না করার জন্য হোটেলে নির্দেশ দেওয়া হয়।
এসময় চুয়াডাঙ্গা ড্রাগস সুপার মোঃ মাহফুজুর রহমান, দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী, কার্পাসডাংগা ফাড়ির এসআই জুয়েল ও তার টিম ও স্থানীয় জনসাধারণ সহযোগিতা করেন ।
এ জাতীয় আরো খবর ....