চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন পীরপুরকুল্লা গ্রামের হাজী মোজাম্মেল হক এর ছেলে মোঃ শাহজাহান সিরাজ পুলিশ সুপারের কার্যালয় এসে মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’কে জানান যে, তিনি বিকাশ এজেন্ট ব্যবসায়ী গত ০৪.০৪.২০২২ খ্রিঃ টাকা পাঠানোর সময় ২৫,০০০/- টাকা ভুলক্রমে অন্যত্রে চলে যায়। পরবর্তীতে উক্ত নম্বরে যোগাযোগ করিলে বিভিন্ন ধরণের তালবাহানা শেষে মোবাইল নম্বরটি একপর্যায়ে বন্ধ করে দেয়।
পুলিশ সুপার অসহায় বিকাশ ব্যবসায়ীর টাকাগুলি উদ্ধারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম কে নির্দেশ প্রদান করেন।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উক্ত টাকাগুলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন মান্দুয়ারপাড়া গ্রাম থেকে সাদুল্যাপুর থানা পুলিশের সহযোগিতায় টাকা উদ্ধার করে অসহায় শাহজাহান সিরাজ কে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। এসময় শাহজাহান সিরাজ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহোদয়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ পরিদর্শক জামিল হোসেন, এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই রমেন কুমার সরকার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা।