রাজশাহী মহানগরীতে পুলিশের কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ মশিযার রহমান সঙ্গিয় অফিসার এস আই(নি;)/এএসআই সাইদুজ্জামান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৩/০৪/২০২২ তারিখ ১৯.১৫ ঘটিকায় মতিহার থানাধীন তালাইমারি সাকিনস্থ রুয়েটের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ টিপু (২৭), পিতা মৃত সুজন, মাতা মোসা: মিতা, সাং বাজে কাজলা, থানা মতিহার, ২। মোসা:শম্পা (৩০), স্বামী মোঃ মোতালেব, সাং সাহাপুর (ডুবেপাড়া), থানা কাটাখালী,উভয় আরএমপি রাজশাহী ৩। মোঃ দুলাল(২৫),পিতা মোঃ বাদশাহ মিয়া, মাতা-আম্বিয়া, সাং নাজিরপূর, বেহুয়া(আরজু মেম্বারের বাড়ীর পাশে বাড়ী),থানা মাধবপুর,জেলা হবিগঞ্জের (৩০০০+২০০০+১০০০)=৬০০০ গ্রাম(ছয় কেজি)নেশা জাতীয় মাদকদ্রব্য নেশার জগতে ১ নং স্থানে থাকা শুকনা গাজাসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উদ্ধারকৃত শুকনা গাজা হবিগঞ্জ হতে অবৈধ ভাবে সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত গাজার মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ্ কুড়ি হাজার টাকা । এ সংক্রান্ত মতিহার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী ।