রাজশাহী জেলায় গোদাগাড়ীতে ২ জন আদিবাসী কৃষক হত্যার প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গোদাগাড়ী থানার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে স্মারকলিপি ডিআইজি
রাজশাহী রেঞ্জ বরাবর প্রধান করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে ধানের জমিতে সেচ না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সাথে বৈঠক করেছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রবিবার সকালে মানবাধিকার কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জান্নাতুল ফেরদৌস লাকি, আদিবাসী নেতা সঞ্জীব দ্রংসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংসদ ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের জানান, দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনাকে আমরা শুরু থেকেই পর্যবেক্ষণ করছি। একটি মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলেও সবাই জানে এটি শুধু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যাকাণ্ড। তিনি বলেন, খবর পেয়েছি, নলকূপের অপারেটরকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলেই হবে না। ঘটনার তদন্তে এবং বিচার কাজে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে এবং আদিবাসী পরিবারগুলো যেন সঠিক বিচার পায় সেটিও নিশ্চিত করতে হবে। যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তির মুখোমুখি হয় তার জন্যই আমরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছি।
এ জাতীয় আরো খবর ....