নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার তৌহিদুর রহমান
পরাজিত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করতে বিভিন্ন রকম অসামাজিক বাক্য ব্যবহার সহ নানাবিধ কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে
অকথ্য ভাষায় গালি-গালাজ করে এলাকার দাঙ্গা হাঙ্গামা করার পায়তারা করার অভিযোগ এনে বিজয়ী মেম্বর এরশাদ আলী স্থানীয় পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের নথি সুত্রে যানা গেছে,
ইউনিয়নের সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে তিনি সর্বদা অশ্লীল ভাষা ব্যবহার করেন৷ তার হাত থেকে বাদ যায় না চেয়ারম্যান মেম্বর সহ রাজনৈতিক নেতারা।সম্প্রতি সময়ে চালের কার্ড কর্তনের ঘটনাকে কেন্দ্র করে তিনি গ্রামে কতিপয় কিছু অসাধু লোক নিয়ে সাংবাদিক সম্মেলন করে গুরুত্বপূর্ণ মানুষ ও দলের কুট উক্তি করে বে ফাঁস কথা বলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, তৈহিদুর এক জন ধূত প্রকৃতির লোক। সেসব সময় গ্রামে অশান্তি
সৃষ্টি করে। সেই সাথে সমাজের ভাল মানুষের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।আমি এই তৈহিদুরের বিচার দাবি করি।
একই গ্রামের মাহাবুব শেখ বলেন তৈহিদুর আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে।সে বলেছে আওয়ামী লীগ যারা করে তারা ফেরাইনের দল। তার আমি বিচার দাবি করি।
৮নং ওয়ার্ড মেম্বর এরশাদ আলি বলেন, তৈহিদুর ও সাহাবুদ্দিন গ্রামে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলোক বিশ্বাস বলেন, তৈহিদুর এক জন খারাপ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হয়েছে